ফেনী বিআরটিএর গণশুনানীতে ঘুমিয়ে গেলেন ডিসি

Passenger Voice    |    ১২:২৬ পিএম, ২০২০-০৩-০২


ফেনী বিআরটিএর গণশুনানীতে ঘুমিয়ে গেলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ফেনী জেলা সার্কেলের কার্যক্রম সম্পর্কে গণশুনানীর আয়োজন করে বিআরটিএ সদর কার্যালয়। গণশুনানীতে এই সার্কেলের জন্য নিজস্ব জায়গায় আলাদা ভবণ নির্মাণ, গাড়ীর রেকর্ডপত্র সংরক্ষণের জন্য একটি মানসম্মত রেকর্ডরুমসহ বেশকয়েকটি দাবী জানান ফেনী জেলার বিভিন্ন চালক, মালিক ও শ্রমিকবৃন্দ। তবে এই সার্কেলের কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ছিল সরকারী রাজস্ব ব্যাংকে জমা দেওয়ার বিষয়ে। ফেনী বিআরটিএ সার্কেল থেকে রাজস্ব আদায়কারী ব্যাংক গুলোর অবস্থান প্রায় ২ কিলোমিটার হওয়ায় সাধারণ গ্রাহকরা বিষয়টিকে ঝামেলা মনে করছে। গ্রাহকরা বলছে বিআরটিএর অফিস সংলগ্ন একটি ব্যাংকের বুথ চালু করলে দুভোর্গ কমবে। 

১ মার্চ সকাল ১১ টায় ফেনী শহরের শিল্পকলা একাডেমিতে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানীতে ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (সম্পদ) নুর মোহাম্মদ মজুমদার। এই সময় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক পার্কন চৌধুরী, মোটরযান পরিদর্শক জমির উদ্দিনসহ পরিবহন সেক্টরের সকল স্টক হোল্ডারগণ।   তবে গণশুনানী চলাকালীন বেশ কিছু সময় ধরে নিজ চেয়ারে ঘুমিয়ে ছিলেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।